মনে রাখা তো তারেই
যে বোঝে মনের ভাষা
তার কাছে সব ফেলে
বার বার ফিরে আসা।
জগতে লোকের কত ধন
পায়কি হীরের মতো মন?
বায়বীয় গ্যাসীয় বা চঞ্চল
মন চায় থাকতে উচ্ছল।


মন, তুমি আত্মায় থাকো
নিত্য ‘তাঁকে’ স্বচ্ছ রাখো
তোমার সদা চঞ্চলতা ভাব
জেনো,সেটা আমারও স্বভাব
তবে,চাই তোমায় শুদ্ধ রাখতে
থাকো সত্য-সুন্দর প্রেমের শর্তে।