সাধ যার উর্দ্ধে
তিনি হন সাধু
মন যার উচ্চে
তিনি পান মধু।


চলাই যার কাজ
জয়ী সে হিমালয়ে
কর্মই যার লক্ষ্য
সে যায়না ক্ষয়ে।


যার প্রার্থনা স্বচ্ছ প্রভাত
তার সবই আলোয় আলো
অন্যরে অন্ন দানে যে
তামাম ধর্ম বলে তারে
ভালো! ভালো! ভালো!