প্রদীপের আলোটা শুধু দেখেছ
দেখেছ তার অন্তরস্থ প্রাণ?
নিজে পুড়ে নিঃস্ব হয়ে সে
কেমনে করে আলো দান!


তবুও তার উজ্জ্বল মুখ;
শত কুকথায় হয়না কালো
অনেক দুঃখ বুকে চেপে সে  
দিয়ে যায় আঁধারে আলো।


নিশি কাটলে দিবাকর হাসে
কে রাখে ক্ষীণ আলোকে মনে!
অভিমান-হীন হয়ে সর্বদা
পুনঃ জ্বলে তিমিরের কোণে।


মাটির ভুবনে কত শত প্রাণ
প্রদীপও হয়না, হয় পীলসুজ
তাদের কেউ চোখে দেখেনা
বুক পেতে দীপ দেয় তারে বুঝ।