আমাদের মনে তে কত শত কালিমা
পুজো করি মনকে তো কভু শাসাইনা।
যার যত আছে, সে আরও বেশি চায়
উদর ভর্তি,তবু আরও চেয়ে খায়।


পর ধনে ধনী, পিশাচী সহপবৃত্তি
আর হবে কি অসুর মনের নিবৃত্তি!
ধংসের মুখ থেকে ফিরে এসে দুষ্ট
একবারও হতে চায়না সাধু শিষ্ট।


মা সবই দেখে করুণ নয়নে চেয়ে
সন্তানের দুখে কর্মে অশ্রু পড়ে বেয়ে।
ভেবেছিল মা সাধু সৎ হবে সন্তান
হল ধনকাতর কাপুরষ মস্তান।


মায়ের সন্তান হ'য়ে মাকে অপমান
তবে কেন করা রে মায়ের পুজো ধ্যান!  


(চতুর্দশপদী কাব্য)