মরব মরব করেও মরিনি
আছি অমৃতের কাছাকাছি
মৃত্যুদ্যূতরা ব্যঙ্গ করে
এখনও যে বেঁচে আছি!  


চলে যাব ভেবে ভেবে
আজো যাওয়া হয়নি!  
মুছাফির কাঁদে পথে
হাত সে বাড়ায়নি!


ছেড়ে যাব বলে বলে
ছাড়তে কারোকে পারিনি
কার হাত ধরব!  
মনেরমানুষের খোঁজ পাইনি।


ভালো লাগেনা লাগেনা বলে
ভালো নিয়েইতো মেতেছি
‘সামনে এসোনা’বলে যে
মন্দের কাছে কেঁদেছি...


কোথায় চিরানন্দ পাবো
মনই জানেনা তার ঠিকানা
মন ওড়ে এলোমেলো শূন্যে
বুঝিনা মনের বাহানা...