(ক)
সারা নিশি আছি বসি প্রিয় এলো কই?
চোখের জলে সাজান খাট-টি করে থইথই।
            
                (ঘ)
একলা মরে খেটে সারাদিন বড় ঘরের বধূ  
নাকি জমিদার,স্বভাব কটু উপরে হাস্য-মধু।
            
                      (গ)  
ছেলে গুলো পায়না খাবার, বস্ত্র ঘর তো দুর
মন্ত্রী চিল্লে বলে,অনাহারে থাকবেনা কেউ একটি দুপুর।
            
                         (ঘ)      
সহমর্মিতা-দয়া দেখে হাসি পায় কেন গো বন্ধুগণ?
‘আমি আছি’ শুনলেই কেন রাগে গো জনগণ?