হৃদয় দিয়েই আমায় মনে রেখো
মন দিয়েছি সে কথা ভুলোনাকো।
প্রেম-পরাগ রেণু মধু মুখে মেখো
দুঃখ ভুলে সদা হাসিখুশিতে থেকো।  
জেনো জীবন কিন্তু মরণেরই সাঁকো
দুদিনের খেলাঘর এ সত্যটা শিখো।  
তোমার প্রতি বিস্মৃত নই একটুকো
আমার ছবি তোমার বুকেই দেখো।


তুমি আছো আমার সকল অঙ্গে
প্রতিটা ধমনী নাচে ষড়ঋতু রঙ্গে।
সাজবে মন দেহ প্রণয় আবেশে
সজীব হবে প্রাণ নবীন পরশে।
ললিত সমীরণ বইবে নিভু-জীবনে
শুখনো ফুল হাসে যেমন বরিষণে।