মন, তুমি নিম্নগামী হ'য়ো না
তুমি পার্থিব বস্তুর দিকে তাকিও না
সুতোর টান কে ছেড়ে উপরে উঠতে থাক।
পৃথিবীর মায়ার বাঁধনে জড়িয়ে পোড় না
লোভাতুর হয়ে নিচে আর দেখনা--
অনেক খেলা হল,এ খেলায় আনন্দ কোথায়?
এ খেলায় মজে যেতে হয়,মোক্ষ মেলেনা
এ খেলা রসাত্মক, টেনে রাখতে চায় পরম আত্মাকে---


এবার বুঝদার হও মন, ভেঙে পোড় না
মোক্ষের সুত্র ধরে অন্তরীক্ষে চলো--
আমাদের চাওয়া হোক হোলি ডেলিভারেন্স।