মন আমার আনচান
বিরহে দগ্ধ প্রাণ
কার কাছে বলি?
সে তো কথা বোঝেনা
সোজা পথে চলেনা
বাঁশি বাজায় খালি।


রঙ তাঁর পীতাম্বর
মুখখানি মনোহর
পাশে অষ্টগোপ নারী
জায়গা তো পাইনা
প্রেম সে নেয় না
দর্প তাঁর বলিহারী।


আজ না আসো কাছে
বাকি সব বাকি আছে
এসো শমন দিনে
সবাই আঘাত করুক
নিন্দে করে পিছে সরুক
মনে কোর দীনহীনে।


(গয়ংগচ্ছ ১৩০০ তম।আসরের সবাই কে
শুভেচ্ছা জানালাম)