(রবীন্দ্রনাথ ঠাকুরের পর আমি লিখলাম।
মোর বীণা ওঠে কোন সুরে বাজি> আমি দিলাম বাজে)


মোর গান ওঠে বেসুরো গলে
কোন বাজনার তালে তালে...!


আসে কোন পাগল করা হাওয়া
ওড়ে মনটা যেখানে নীল ছাওয়া
আলোকের রশ্মি লাগে ভালে ভালে
মোর গান ওঠে বেসুরো গলে।।


মহানীল অসীমের তলে
সবুজ বনানী শুধু খেলে
অদৃশ্য নূপুরের ধ্বনি বলে-
আয় আয় আয় হেথা চলে।।


কার তরে পথ চেয়ে বসে থাকা!
শুনব কার আশ্বাসের মুখ-ভাষা!
বসন্ত পবন-দোলায় দিশাহারা...
সাজাব কাকে কৃষ্ণচূড়ার-মালে!
মোর গান ওঠে বেসুরো গলে।।  


(‘মোর বীণা ওঠে...’ গানটি সকলেরই শোনা।
আর, যদি কেউ না শুনে থাকেন, তবে শুনে নিয়ে
আমার কথার সাথে একবার প্লিজ গেয়ে নেবেন)