মৃত্যু শুধু ইন্দিয় পতন বা চির নিদ্রা নয়,
মৃত্যু চির নিদ্রার মাঝে অকল্পনীয় এক জগৎ
হয়ত হতে পারে এক অভাবনীয় জাগরণ-
মৃত শরীরের কোন এক অঙ্গের চেতনায়।
জ্ঞানী বলেন, সেই চেতনা নিয়েই আবার এই
নতুন জগতে ফিরে আসা---
স্বপ্নে আমরা নিজেই রাজা,একাই সব দেখা
শোনা বা করার মুখ্য মনীব
কনসিয়াস, আনকনসিয়াস- স্বজ্ঞান বা নির্জ্ঞানের
খেলা মনের সাথে; ইন্দ্রিয় নড়েনা  অথচ আকাশ
জল নদী পাহাড় আমরা পার হয়ে যাই।


আর মৃত্যুর পরেও নাকি সব অনুভূতিই স্বপ্নের মতো
একই ভাবে কাজ করে-- বিশ্বাস নিজের ব্যাপার---
আসলে মরার পরে কেউ অনুভূতি টা দিয়ে যেতে
পারেনি,যে সেটাকেই লব্ধ ধরে নেওয়া যাবে।
তত্ত্বদর্শীদের ধারণা চেতনা নাড়া দেয় মনে ;
স্বপ্নে ভয় পেলে জাগতে পারি---
মৃত্যুর পরে তা আর হবেনা---