(মৃত্যু চিরকাল আমার বন্ধু, সখা বা প্রিয়তম )


জীবনটা সামান্য হলেও অভিজ্ঞতায়
এগিয়ে গেছি সুদূর একটা পথ প্রিয়তম!
সেখানে দেখছি অনেক অসহায় মৃত্যু
দেখছি অস্ফুট কুঁড়িদের ঝরে যেতে-
দেখছি নিরন্ন-য়ের হাহাকার---  
তুমি একবারও আসোনি ওদের বাঁচাতে
বা সাহারা দিতে; উপরন্তু নিয়ে গেছ
অতীব কুটিল ক্রূর দৃষ্টিতে--- ।  
দেখছি, কঙ্কালসার মানুষ কী ভাবে
বসে থাকে রাস্তার ধারে,বস্তিতে,উৎসবের
হুল্লোড়ে বাটি হাতে; তখনও তোমায়
খুঁজেছি প্রিয়তম সদুত্তরের আশায়।
আজ ভেতরের কানে শুনি নিজেরও
ফিরে যাবার ডাক। বেশতো!তাই হবে;
তবু একবার ওদের কথাটা ভেব প্রিয়তম!
ওদের মানুষের মতো বাঁচতে দিও-  
কুঁড়িদের অকালে ঝরিওনা, আর-  
অসমতা বাড়িওনা, কষ্ট দিওনা কারোকে  
আমার ভালোবাসায় আমার প্রার্থনায়।