(মহান মৃত্যু নিয়ে আমরা সবাই কম বেশি কৌতূহলী। সারা বিশ্বের সাথে আমার দেশের ঋষিদের জীবনী এবং উপনিষদ পাঠ করে,বা মেডিটেশান করে কোটি ভাগের এক ভাগ হয়তো জেনেছি—তার সামান্যতমটুকু এখানে লিখলাম। )    


মৃত্যু শুধু চিরদিনের জন্য ঘুমিয়ে থাকা নয়
বাইরে ঘুমন্ত ভেতরের চেতনয়ায় জাগ্রত।
মৃত্যু দশেন্দ্রিয়র অবসান,কারণ শরীরের লয়  
চৈতন্যময় পরমাত্মা চির জাগ্রত-
চির সুন্দর চির অমর অবিনশ্বর ।
স্বপ্নে আমারা আবার ফিরে আসি
অবচেতন এডভেঞ্চার থেকে চেতন বাস্তবে;
মৃত্যুতে আর ফিরে আসা যায়না ।
কিছুটা স্বপ্নের আবেশের মতো না-কি
কিচ্ছুনা!স্থূল দেহের পরিত্রাণ-য়ের পর  
দর্শনটা নরক কি স্বর্গ তার অনুভূতি
দেহ-মুক্তি নাহলে কেউই অবগত হই-না।
তবে সেই দর্শনটা কেমন! চাই আমরা  
এই মানব দেহ নিয়ে জানতে।
মহামানবরা কি যেন বলেছিলেন !  
সুকর্ম ভক্তি আরাধনা সম-প্রেম ত্যাগ
সৎ সহিষ্ণু সমতা আর মানবতা দিতে
পারে আমাদের, সহজ ভাবে মৃত্যুকে  
মেনে নেওয়ার দুঃসহ সাহস।
বড় রহস্য! আমাদের বারবার ফিরে  
আসতে হয় সুখদুঃখ-য়ের পারাবারে।
মানুষ জন্ম নিই, সকলে সুখী হয়ে নয়
কিন্তু কেন--------?