যেদিক তাকাই শুধু মুখোশ আর মুখোশ
সেই চেনা মানুষরা কই?
ফুল ভরা কাঁটাহীন পথ,আজ জলে থইথই।


ভালোবাসা খুঁজি দিকশূন্য হয়ে মরিচিকায়
হারিয়েছে প্রেমের বৃন্দাবন
বিদ্রুপে হাসে প্রেম, কেঁদে মরে যায় অবোধ মন।


স্বপ্নের রাতকে দেখি ঘোর অমাবস্যায় বসে কাঁদে
চাঁদ তারা হীন কালো রাত
প্রতিক্ষায় গুমরে মরি,কখন আসে সোনা-সুপ্রভাত।


একটা জীবন খুঁজি আনন্দ ভরিয়ে নেব বলে  
সে যেন মেলার নাগরদোলা  
ওঠে নামে, কাঁদে হাসে,খেলে লোকচক্ষুর আড়ালের খেলা।