খাঁচা খুলে দিলাম ছেড়ে
বনের পাখি তোরে
বক্ষ-পাখি দেয় যে ফাঁকি
যায়না ধরা তাঁরে।


কোন সীমানায় যাবিরে তুই
যাবি ভুলে সবুজ ভুঁই?  
প্রেমানন্দে মেতে অনন্ত-তে
ভাসবিরে থই থই।


এই সবুজ ভূপের মায়া
সবই তো ক্ষণিকে ছাওয়া
মেকী খেলা আসা-যাওয়া
প্রতি জন্মেই অপূর্ণ রয় চাওয়া।


এই চাওয়া যে তেজেছে
সে-ই মুক্তানন্দে মেতেছে
ভবখেলায় যে দিন কাটছে
আমি কাঁদি, দেখি 'সে' হাসছে।



(আজ সকালে একজনকে এই গানটি
দিলাম।এখানে কবিতার রূপে প্রকাশিত।)