ফাগুণ আবীর মেখে বসন্ত তুমি এসেছ?
তবে ফোটাও দীনহীন জীর্ণর মনে ফুল
প্রস্ফুটিত করো অস্ফুট প্রেমের মুকুল।  


তুমি আনতে পারকি নীলের স্বচ্ছতা?
পারো মুছতে দূষণের কটাক্ষতার কালো?
তবে আনো সতেজ সবুজ বীথিকার আলো।


কুহূ তান ক্ষীণতর, প্রযুক্তিই আজ স্মার্ট  
হও যদি তুমি ষড়-ঋতুর রাজা বা সম্রাট
তবে মানব হৃদে খোল চির প্রেমের হাট।


কবির মন কাঁদে চির বসন্তের বাসনায়
'কবির বসন্তরাজ' তুমি বড় অসহায়
ফিরে এসো কবির মনের মণিকোঠায়।  

প্রেমের ঢেউ তোল মানুষের তন্ত্রে তন্ত্রে
যদি আমি না-ও থাকি আগামী বসন্তে
তুমি ফুল ফুটিও ভূলোক গোলক অনন্তে।