এখানে রাজা আছে
তার দাম নেই, মান নেই কোন
রাজা কিছু দুষ্টর পরামর্শে চলে
প্রজারা বলে, "রাজা নামো, কুরসি থেকে নামো।
এখানে প্রজারা রুটি পায়না
রাজা বাহান্ন কোটি টাকার মূর্তি বানায়
প্রজা মনে  মনে ক্ষোভ পুষে
আপন হাতিয়ার রুদ্ধ বুকে শানায়।
দুষ্টর অত্যাচারে নিরিহ দীন প্রজা
প্রতিবাদ করে একদিন
গাড়িতে পিষে মারে, গুলি চালায়
শয়তানের দল,যারা হৃদয় মায়া হীন।
নৈরাজ্য দেশের হাল ধরবে বন্ধু!  
এসো আমরাই করি দেশ শাসন
শ্রমিক কৃষক রাজা হোক
মুছে ফেল তর্জন গর্জন আর শোষণ।