কবি তো গেয়ে গেলেন কত কাব্য গান
কে শুনল! কে রাখল কবির মান?
‘’এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন...’’
জননীকে করতে পেরেছি কি কবির মনের মতন?
সার্বজনীন মায়ের পূজো হল কবে! হবে কখন?
‘’সেথা রইবে নাকো ছোঁয়াছুঁয়ির উচ্চ নীচের ভেদ...’’
উচ্চ নীচের ভেদ আজো, গাঁথা হয়নি সাম্যের বেদ।
‘’মোরা এক জননীর সন্তান সব জানি
ভাঙব দেয়াল ভুলব হানাহিনি............’’
ভুলত পেরেছি হানাহানি! দেয়াল আরও সুদীর্ঘ
চলছে নিত্য সীমানা নিয়েই টানাটানি।  
‘’বিশ্ব হবে মহাভারত নিত্য প্রেমের বৃন্দাবন’’
ভারতই এক হয়নি, আবার বিশ্ব-জন!
বিরোধ অন্যায় রাহাজানি চলছে সর্বক্ষণ...  
কবির কথা রাখতে পারিনি কেউ;
উদারতা-প্রেমহীন আজ আমাদের জীবন।