যে নৌকো খানি ভাসিয়েছিলাম
অচিন সাগর জলে
জানি সে আর ফিরবে নাগো
বুক-পুকুরের কূলে।


সাগর-মন উদার উদাস
রাখেনা কিছু মনে
দিন চলে যায় রাত্রি আসে
ঢেউ চলে যে ক্রমে।


নভের কোণের ভালোবাসা
সাত সাগরের সমান
মোক্ষের দ্বার বন্ধ রয়
চলে আসক্তির টান।      


মুক্ত প্রেমের নৌকো যদি
আবার ফেরে কোনদিন
ভাগ্য তোমায় শোধ দেবগো
লক্ষ জন্ম-ঋণ।