নাম তার ফুলকুলি
লাল মেঠো পথ
একবার এসো যদি
পূরবেই মনোরথ।


নাম তার ফুলকুলি
শত ফুল ফোটে
সূর্য টা প্রতিদিন
রাঙা হয়ে ওঠে।


নাম তার ফুলকুলি
সোজা সরল মানুষ
মানবতা কারো নেই
ওদের আছে হুঁশ।


এক থালা পান্তা
নুন কাঁচা লঙ্কা
এটাতেই কত খুশি
মনে নেই শঙ্কা।


নাম তার ফুলকুলি
শরত হেমন্ত শীত
সবেতেই সমান ওরা
মুখে খুশি গীত।


নাম তার ফুলকুলি
যাবে না কি বন্ধু?  
মানুষের দয়া নেই
ওরা করুণার সিন্ধু।