ছোট্ট বেলা হারিয়েছে
বড় হওয়ার ফাঁকে  
খেলার সাথী মিলিয়েছে  
কঠোর জীবন বাঁকে।


ফেলে আসা চেনামুখ
স্মৃতিমাাখা কিছু গান
ভাসিয়ে চলে অজানায়
বহিয়ে আকুল বান।  


কতই মন কষাকষি
কত মিছে অভিমান
ভাবলেও লড়াকূ প্রাণ  
পায় একটু প্রতিদান।  


কিছু উদ্বেল উপহার
পুরনো কবিতার খাতা
প্রতিদিনই মন মাঝে
বলে হাজার কথা।


প্রতি পূর্ণিমায় চাঁদটা
আকাশে ঠিক ওঠে
হাসিটা ফোটেনা আর
পুরনো উচ্ছলিত ঠোঁটে।  


সুদিন গুলো হারিয়েছি
পাবোনা তারে আর
নস্টালজিক সুরে বাজে
বোর জীবন সেতার।