রজনীগন্ধার মালা গেঁথেছিলাম
শুধু তোমার জন্য
বিশাল দেহের মরাল গ্রীবায়
পরিয়ে হবো ধন্য।


কতকাল যে গেল কেটে
আসলে আর কই?
চিত্ত আজ উতাল বড়
চোখ দুটো থইথই।


গ্রীষ্ম কেটে বর্ষা আসে
আসে বসন্ত শীত
বিরহ জ্বালায় কাটে ঋতু
বৃথাই মিলন গীত।


রজনীগন্ধা-মালা শুখনো আজ
চিত্ত-ঝড়ে দোলে
যতই ভাবি ভাববনা আর
ততই ঢেউ তোলে।  


আর যদি না এসো ফিরে
বিরহই মেনে নিলাম
তোমার শুঁখা-বরণ মাল্যখানি
নিজের গলে’ই দিলাম।