মালা যখন গাঁথি বসে
তোমার কথাই ভাবি
দূরে আছি তোমার থেকে
চিত্তে রেখে ছবি।


বিরহ-শোক কাকে বলে
তুমিকি তা বোঝ?
তোমার মাঝেই আমি আছি
একটু নাহয় খোঁজ।


তোমার দুষ্টুহাসির মিঠেল কথা  
স্বর্ণ-মৃগ চাওয়া
ভাবতে গেলে তপ্তবুক-উঠনে  
লাগে হিমেল হাওয়া।


শরৎ না জানিয়ে বিদায় নিল
এলো হৈমন্তিক রেশ
ধূসরতা তুমি ভালোবাসো কি!
মন বলে কি বেশ?


তাই যদি হয় মেনেই নিলাম
দিলাম হৈমন্তিক হাসি
তুমি ভালো বাসো না বাসো  
জেনো,আমি ভালোবাসি।