আমি মাঝে মাঝে প্রেমে পড়ে যাই বিদেহী
এক আত্মার সাথে
নিরাকার প্রেমিক সঙ্গীতময় স্বতঃস্ফুর্ত,বিভোর-  
হই তাঁর আনন্দ-জলসাতে।
সেই জলসায় গান গেয়ে যান কত গুণীজন
আমিও গলা খুলে গাই গান
অবসাদ হীন হয়ে যায় যেন কখন মনটা
আশ্বাস পায় ভাঙা প্রাণ ।
আবেগ ভরে লিখে চলি সেই গানের সুর
আর আজানা সব স্বরলিপি
“প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে”গান গেয়ে চলে
অবিরাম সেই শিল্পী ।
প্রেমে পড়ি যার সাথে,সে তো এক অদৃশ্য
বিদেহী মহা প্রাণ
কিছু ভাবার আগে সে-ই ভেবে দেয়,অকপটে
করে প্রেম দান ।
প্রেমে পড়ি যার সাথে সে একজন ভালো
ইমোশনের কবি
লিখি পাতার পর পাতা হাবিজাবি,তাঁর পরশে
কখন পূর্ণ হয় সব-ই।  
চাও কি বন্ধু দেখতে সেই বিদেহী প্রাণকে!  
তবে হৃদয়ে ডুব দাও একবার
আত্ম নয়ন খোলো,সেখানে উদয় হবে সে
সাড়া দেবে বার বার।