তুমি কথা রাখ আর না-ই রাখো
তাতে আমার কিছুই এসে যায়না
তুমি ভালো বাসো আর না বাসো  
তাতেও এক ফোঁটা দোষ ধরিনা।


কে কবিতা পড়েছে বা কে পড়েনি
তাতে আমার কোন রাগ দ্বেষ নেই
জানি, আমি একজন কবি; মশগুল
থাকি সারাক্ষণ আপন কর্ম সৃষ্টিতেই।


কে হাততালি দিল আর না দিল,তাতে
তুমি মজা পেলেও আমি কখনও পাইনি
তুমি ভালোলাগা দেখালেও মেকী প্রশংসায়  
চির-সত্যের আলো থেকে বিচ্যুত হইনি।


এ আমার সারা জীবনের শপথ;বা বলতে
পারো আমার জেদ নয়তো অহংকার...
পৃথিবী বিদীর্ণ হলেও,সূর্য আলো না দিলেও
আমি অবিচল অনড় নিজ জেহাদে নির্বিকার।