বিনিদ্র যামিনী যখন কাটে একা-একা
বসে থাকি বাতায়ন খুলে
পেঁচা চোখ পাকালেও, ওর মনের ভাষা
অনেকটা বুঝতে পারি; ও শিকার ধরে রাখতে পারেনা---
বাদুড় কথা বলে না,ক্রন্দসী মনপ্রবৃত্তির আমি এক নিশাচর বলে---
জোনাকিরা মিটমিটিয়ে হাসে,
হুম আমি উড়তে পারিনা, আলো দিতেও পারিনা ওদের মতো করে, তবু অভাগা নই;


চাঁদ অনেক গান শোনায় ;ঘুম পাড়ানোর গান, তবু নিঃশ্চুপ ধৃতিরাজ, জেদি আঁখি পল্লব আর রেটিনা যুগল---
বসন্ত তার শেষ গান শুনিয়ে যায় কানেকানে,
"ঝরা পাতা গো আমি তোমারই দলে--"
আবার এক বছরের অপেক্ষা বসন্তর জন্য,
হ্যাঁ, বেঁচে আছি,থাকবও বোধহয়---
তবে নিশাচর হয়ে আর কতকাল যামিনী যাপন, জানা নেই----
যদি গল্প করতে ইচ্ছে হয়,চলে এসো বন্ধু
প্রাণ খোলা নিশিযাপনের উৎসবে---