(শিক্ষক দিবসে সমস্ত শিক্ষক এবং জ্ঞানীদের চরণে
কবিতাটি নিবেদন করলাম। কবি সুনির্মল বসু-র
‘সবার আমি ছাত্র’ কবিতার আঙ্গিকে...)


বিবেক আমায় শিখিয়েছিল সদা  
মানুষ হয়ে থাকতে
সকল জীবেই ব্রহ্ম আছেন,সব-  
জীবকে ভালবাসতে।


হৃদয় আমাকে মন্ত্রণা দেয়
হৃদয়-সাগর গড়তে
সেই সাগরের প্রেম দিয়ে
সবার সাথে মিলতে।


চক্ষু আমায় শেখায় রোজ
ভেতরের চোখ খুলতে
মনে মনে জেগে থেকে সারা
ভুবনের দুঃখ দেখতে।


মন আমাকে নিত্য বলে...
আত্মায় বিরাজ করতে
অচঞ্চল থেকে শুধু ভালোবাসার
আলোয় জগৎ ভরতে।


কান আমায় শেখায় রোজ
মধুর সুর শুনতে
জগৎ ভরা কলহ থেকে সদা
দূরে সরে থাকতে।


হাত দুটি আমার প্রত্যহ বলে
দান দিয়ে দরাজ রাখতে
তার সাথে সময় পেলে সুন্দর
বাস্তব লেখা লিখতে।  


সকল ইন্দ্রিয় শিক্ষা দেয় রোজ
মানুষের মতো মানুষ হতে
‘একদিন তো চলে যাবে
শেখো সমতায় থাকতে’।