যেখানে চাঁদ হাসে ফুল ফোটে
পাখি গান গায়
নিয়ে যাবে কবে সেই অভিসারে?
মন যে শুধু কেঁদে মরে।


পলাশের মালা তো গাঁথলাম কত  
নিলে নাতো একবারও!
গেয়ে যাই গীতিকার সুর শত
তুমি দিলে বুকে ক্ষত।


জানি গো জানি জগের সব প্রেম মিছে
তোমার অমর শুদ্ধ প্রেমের কাছে
মিলনের আশায় তবু বসে থাকি
তোমার স্বর্ণ-প্রেম হয় কিগো ফাঁকি?