আবার নতুন হয়ে আসতে পারি
যদি শর্তে কথা দাও
আজীবন যদি আমার কাছেই রও।  


আবার নতুন হয়ে আসতে পারি
যদি বানাও ফুলের বাসর
থাকো যদি নিবিড় হ’য়ে জনমভর।


আবার নতুন হয়ে আসতে পারি
যদি তুমি নতুন হও
উচ্ছ্বাসিত ফাল্গুনীতে‘বাহারী’গান গাও।


এবার নতুন-রঙে রেঙে আসছি আমি
সবুজ মনটি সাথে নিয়ে
আলিঙ্গনে থাকব দুজন প্রণয়ীগান গেয়ে।


এবার কিন্তু থাকবে সাথেই, পূর্ব পশ্চিম
উত্তর আর দখিণা-পবনে
বাকি জীবন কাটাবো মিলন-সংগোপনে।