তোমার হাতের ছোঁয়ায়
যে কবিতা পূর্ণতা পায়নি  
সেগুলো পূর্ণতা পায়
মনের অলিন্দে ঢেউ খেলে যায় ।


তোমার হাতের ছোঁয়ায়
মেঘ করে আসা মুখে সহসা নামে
প্রেম বরিষণ ধারা
আমি আনন্দে হই সারা।


তোমার হাতের ছোঁয়ায়
আমার সব ব্যথা দূর হয়
নতুন প্রাণ জাগে দেহে
তুমিই অনাথের নাথ হে…  


তোমার হাতের ছোঁয়ায়
আমার সর্বাঙ্গে শিহরণ জাগে
সতেজ হয় সকল ইন্দ্রিয়
বেঁচে থাকো তুমি প্রিয়।  

(আসরের বরেণ্য কবি দীপক কুমার বেরা-র
কবিতা ‘তোমায় ছোঁয়ার অজুহাতে’ কবিতাটি পাঠ করে
এটি লিখলাম। তাই, কবিতাটি দীপক-দাকেই উৎসর্গ করলাম।)