ওইখানেতে হারিয়ে গেছে
আমার ছেলেবেলা
বন্ধুরা সব ডাকে আজও
‘আয়না,করি খেলা’!


ওইখানেতে হারিয়ে গেছে
আমার আপনজন
সব পেলেও পাবনা আর
স্নেহ প্রেমের ধন।


ওইখানেতে রাতে ঝিঁঝিঁ
সকাল বেলায় পাখি
কত দেখি তবুযে আর
জুড়ায় নাতো আঁখি।


ওইখানেতেই বাহার আসে
আসে ষড় ঋতু
জগত ঘুরে ওইখানেতেই
চাই যে হতে থিতু।


ওইখানেতে আত্মা আছে
দেহটি রয় দূরে
আর তারেকি পাব খুঁজে
প্রাণ যে কেঁদে মরে।