জীবনের অন্তহীন চলার পথে
রাশি রাশি মরুবালিই পেলাম
কোথাও পাইনি এক ফোঁটা ওয়েসিস  
বড্ড টায়ার্ড আমি;একবার হাতটা
ধরলে ইন্সপিরেশানটা পেতাম আরও
কিছুটা পথ চলার...
না না, দ্বিধায় মুহ্যমান হয়ে এসোনা
আমাকে উজ্জীবিত করতে; চলার গান
শিশুকাল থেকেই শুনেছি অনেক...
তাও আবার একলা চলার...
‘’একলা চলো একলা চলো একলা চলোরে’’  
তুমি হাত না ধরলেও সূর্য চাঁদ তারা
আকাশ মাটি জল ফুল পাখিরাতো আছে;
ডেজার্ড আমি পেরিয়ে যাবোই...
ওয়েসিস আমি পাবোই...
আশায় বুক বাঁধলাম অনন্তের দিব্য
আলোয় স্নাত হয়ে.........