সকাল-
ভোর হলেই ঊষার আলো উপচে পড়ে মনে
সকল দুঃখ ভাগ করে নিই সূর্য তোমার সনে।    


দুপুর-
দুপুর কাটে কাজের মাঝে সতেজ প্রতিক্ষায়
নানা পদের ব্যাঞ্জনরা আগামীর গান শুনিয়ে যায়।


বিকেল-
ফুরফুরে এক মাতাল হাওয়া কিযে বলে কানে
এতো দিনেও বুঝিনি তার কথার কিছু মানে।  


সন্ধ্যে-
সন্ধ্যে বেলায় পুজোর শঙ্খ বাজে বুকের মাঝে
একটু পরে আসবে সে,সকালে যে গেছিল কাজে!


রাত্রি-
রাত্রি হলে মধুর হাসি তাঁর আলাপ আলোচনা
চাঁদ তারা আর ঝিঁঝিঁর সাথে সোহাগি আলপনা।