পদ্মা পারে বাঁধব আমি
ভালোবাসার ঘর
সবাই এসো, সবাই এসো
আপন কি বা পর।
নীল আকাশ পড়বে ভেঙে
উথাল পদ্মার জলে
নাও- খানা ভাসিয়ে দেব
প্রেম নগরের কূলে।
কঁচি ধানের শীষ যখন
নাচবে দখিন হাওয়ায়
তোমরা তখন পাগল হ'য়ো
আমার গান গাওয়ায়।
চাঁদ হাসা ফুল ফোটা
পদ্মার ঠিক কোলে
মিলব সবাই আগামী কাল
যেওনা বন্ধু ভুলে।


(সত্যি নাহলে ও, মনে মনে মিলতে দোষ কি!)