পরবাসে আছি পড়ে
কবে নেবে নিজ ঘরে?  
আপন আর আছে কেগো
কোলে তোল সন্তানেরে।
চেতনায় না ছিলাম আমি
ছিলাম অজ্ঞান চেতনা হীন
তব কাছে প্রার্থনা প্রভু
ভক্ত যে অতি দীন--
পারো যদি হাত ধরো
পার করো পর-ঘর হতে
মুক্তি দাও অধমেরে
নিয়ে চলো আপন পারিজাতে।



(ক'দিন শরীর খুব খারাপ। চোখের সমস্যা হচ্ছে।
তাই কবিতা ভালো দিতে পারলাম না। আর কারো
পাতায় যেতে পারছি না। মার্জনা চেয়ে নিলাম। সবাই কে অনেক ভালোবাসা আর শ্রদ্ধা জানাই)