মরু-কণ্টকে অনেক হেঁটে হেঁটে
দুটো-পা ক্ষত বিক্ষত হয়ে গেছে
কোলে তোল, মিলি তোমার হৃদের কাছে।  


চোখের জলে রুক্ষ মাটি-বালিতেও
আজ থইথই দীঘি সম অগাধ জল
এখন তোমার বুকটাই আশ্রিতের সম্বল।


অনেক কথা বলতে বলতে ঠোঁট-
দুটো নিরস তিক্ত আর স্বাদহীন
তোমার চুম্বন বাজাক ওষ্ঠে পঞ্চশরের বীণ।


দেখো, দুটো হাত আজও নরম
কিন্তু নিত্য কর্মে বড্ড শিথিল
দাও সুঠাম বাহুতে বেঁধে শক্তি অনাবিল।


অনেক দূর্ভাবনা ভাবতে ভাবতে
সুস্থ-সবল মনটা আজ বড়ই ভঙ্গুর
চিত্তকে করো তোমার প্রণয়-প্রেরণায় ভরপুর।


সারা সংসারের মানুষকে ভালোবাসতে-  
বাসতে, ভালোবাসা শুধু হয়নি শূন্য
চিরমিলনে করো প্রিয়ার প্রেমকে আরও পরিপূর্ণ।