সোনার আলো উপচে পড়ে
তাঁর উদার বিচ্ছুরণ
চরম চাওয়া শারদ প্রাতে
মেলে পরম ধন।


নিখাদ সোনা উথলে পড়ে
মিললে মনে মন
সূর্য তাঁর পূত হাসিতে
ভরায় হৃদ-উঠোন।


নীলরৌদ্র পাখির তীক্ষ্ণ সুরে
বুকে ঢোলক বাজে
মায়ের সাথে আসবে কে আর!
মুকূরে বদন সাজে!


কাশের বনে মালকোষ-সুর
তোলে উতাল ঢেউ
প্রেমিক কবির চিত্ত জানে
আর জানেনা কেউ।


স্বচ্ছ মাটির আঙিনাতে কে
শুধু তুলছে শেফালী!
মিলুক সে কবির হিয়ায়
করুক একটু মিতালী।