ভুলে ঝরে পড়েনা বাতাবী লেবু ফুল
ঝ’রে ঝ’রে দিয়ে যায় সুগন্ধের কূল।  
বসন্ত আসেনা কখনও করে পথ ভুল
প্রকৃতিকে তার খূশি জানায় শীষ-বুলবুল।  


নিজেকে নিঃশেষ করে মোম দেয় আলো
কে পারে এমন করে বাসতে আর্তরে ভালো!
যত ভুল বোঝাবুঝি মানুষের বিষক্রিয়ার কাজই
আল্লাহ্‌-পরমেশ্বর বিবাদে সর্বদাই অখুশি অরাজি।