মন, কত ছুটবে! কত নিচে নামবে!
কাতর নিজেকে ভেবে,কি দিলেগো ভবে?
শুধু বিষ- হিসাব! পড় ধর্ম কিতাব  
কত চাও ধন! ধনে মন উচাটন?  
পড়ে রবে সব মুছে যাবে কলরব
একা চলে যাবে কে কত আর কাঁদবে?  
তুমি নেই বলে সব কি অসাড় হবে?
ভূপ তার মত ষড়ঋতু-তে হাসবে।


জগৎ মিলন মেলা দুদিনের খেলা
মানুষ মানহীন জীব; চির নির্জীব
বোঝেনা কালের নিত্য অমোঘ খেলা
উচ্ছ্বাসে ভাসায় মেকি খুশির ভেলা
বোধ আসে চরম পত্রটি হাতে পেয়ে
চলে যায় অবোধ-স্বর্গে ভেলা বেয়ে।


(জগৎ সংসারে কিছু মানুষের অতীব ধনের নেশা।আর
উর্ধমুখী চেতনা খুব কম বা নেই-ই দেখলাম)