চিন্ময়ী মা ঘরে রয়ে যায়
মৃন্ময়ী মা গলে যায় জলে
নীলে-সলিলে ভুঁইয়ে-ভুবনে  
'মা'-র স্নেহ সদা দোলে।  


‘মা’ কি হয় বিসর্জিত কোনদিন?
বিসর্জন হয় দুষ্ট দানব অসুরের
‘মা’ অসুর-দলনী, ন্যায় পরায়ণী
তাঁর কাছে ক্ষমা নেই কোন কসুরের।



(কবিতার আসরের সকল কবিকে শুভ বিজয়ার
প্রীতি শুভেচ্ছা স্নেহ আর শ্রদ্ধা জানালাম।
ভালো থাকুন সবাই)