যে ফুল ফোটে তা ঝরে যায় একদিন
অলিন্দের প্রেম-ফুল ঝরে না যে কোনদিন।
মন বায়বীয় মন্দই বলে যায় রোজ বেশি  
হৃদয় অমৃত সম-প্রেমেই থাকে সে খুশি।  


যে ফুলটি পড়ে প্রভুর শ্রীচরণে
সে ফুল ধন্য, থাকেনা সে অহমে
যে ফুল ফুটে লুটায় ধরণী-ধূলায়
সে কিকরে পরমের মনকে ভুলায়?