শূন্যে ঢিল মারো রাগে
কেন দীপাবলির রাতে মেঘের খেলা?
প্রতিবাদে সাড়া পাও কি-না পাও
          দেখে নাও সারা বেলা।


শীতের রাতে রবি-হীন আকাশে
      ক্রোধে ছোড় হাজার গ্যালন কাদা-জল
সূর্য আড়ালে হাসবে,ভাসবে ভূমিতল
     পরোয়া করেনা সে কারো খুশি অখুশিকে
নিজ কাজে সদাই অটল......... ।।