(খারাপ দৃষ্টিতে নেবেননা কবিবন্ধু।
ব্যতিক্রম সব সময়ই আছে)    


মানুষ আর কুকুরের পার্থক্য বা তুলনা...  
কুকুর প্রভুভক্ত, মালিককে কখনও ভোলেনা
মানুষ সুযোগ ফুরালেই এক্কেবারে অচিন-অচেনা।


কুকুর প্রভুর অসময়ে সদাই তস্ত্র, জাগর-প্রহরী
মানুষ, মানুষের অসময়ে বেইমান মিথ্যাচারী
পূর্ব কৃতজ্ঞতা ভুলে পাশ কাটায় তাড়াতাড়ি।  


মিল এদের একটাতেই, যেটা মুখে বলা না যায়  
কুকুর মালিকের সুখাদ্যের মাঝে পচা মাংসও খায়
মানুষও আমিষের লোভে পারলে ভাগাড়ে দাঁড়ায়......