(রাধা এবং কৃষ্ণর প্রেমলীলা সর্ব জগৎ-ময়।
তার কতটা সত্য আর কতটা বিজ্ঞানের আলোয় ঠাসা, সে
বিচার ভক্তি প্রেম বিশ্বাসে অকৃতকার্য )  


যেখানে কোন দাবী নেই
সেখানেই স্বার্থহীন প্রেমে পূর্ণ
আর, যেখানেই চাওয়াপাওয়া
সেখানেই প্রেম শূন্য...


শ্যাম যদি রাধিকাকে রাখতেন পাশে
স্বার্থ কামনার জালে জড়াতেন নিমেষে।
স্থূল দেহ দূরে রেখে মন রইল প্রিয়ার কাছে
তাই,ত্রিভুবন দেখল রাধাই, কৃষ্ণর পাশে আছে।