(আমার এই ছোট কবিতা গুলিকে
‘পরমাণুর মতো’ নাম দিয়েছি, শুধু শিরোনাম
ভেবেই। কাব্য-বিশেষণ পরমাণু নয়)


লৌহ পাঁজরে আর কতকাল
ওহে পরাণ পাখি!
উড়ে যা, উড়ে যা শূন্যে
দে এবার অচল দেহরথ-কে ফাঁকি।


প্রেম চেয়ে মন কাঁদলি কত
কোথায় সেই প্রেম রতন?
মনেরমানুষ চেয়ে ঘুরলি শুধু
পেলি তাঁকে ক’রে মনের মতোন??