ক্লান্তিহীন হ’য়ে আলেয়াময় ভালোবাসার পেছনে ছোটা
শূন্য হৃদয় উদ্যানে প্রেম নেই কোথাও একফোঁটা
বালির পথে শুধু কাঁটা ভরা বেদনাতুর হাঁটা...  
ভালোবাসার রেসে ক্ষতবিক্ষত আজ বেকুবের ‘পা’-টা।


নিজে একা ভালো হয়ে কে কবে
কোন জায়গাকে করেছিল মন্দির?
কে কবে শুনেছিল দুঃখের কথা-  
যুগযুগ পচে থাকা অসহায় বন্দীর?