চরণ আর চোখ
দুজনার দুজনাতে ঝোঁক
পায়ে যদি কাঁটা ফোটে চোখে আসে জল
চোখে বালি পড়লে পা টলমল।

দুই ইন্দ্রিয়ই সদা কর্মে মহীয়ান
চরণ পথ চলিয়ে ধর্মে হয় আগুয়ান
চক্ষু জ্ঞান অর্জনে পায় পরমাত্মা মহান
জীবন হয় হীরক রত্ন সমান............  


(এখানে জ্ঞান বলতে পুঁথিগত জ্ঞানের
কথা বলা হয়েছে।যোগ বা সাধনা নয়)