একটু তাপ লাগলে দেহে সইতে না পারি
সেই তাপেই শেষকালে আমরা পুড়ে মরি।
যে মাটিতে পা রাখিনা, সেই মাটিতেই দেহ গাঁড়ি
সময় কালে ডাকিনা তাঁরে শমন কালে স্মরণ করি।


সকলের আমিত্ব শেষ হয় শয্যায়
মৃত্যু দ্যূত দোরে দাঁড়িয়ে শাসায়
মেকি ভূপের লোক কেঁদে ভাসায়
পরমাত্মা হেসে বলে,’দাও বিদায়...’