আদরের সাথে বরণীয়,
সে হয় আদরণীয়
অনা-র সাথে যে দর, বা দর-  
নেই যার, অনাদরণীয়।
দানায় তো ভর্তি, বেদনার সাথে রয়
বলে কি বেদানা ফল?  
পানিতে জন্মে বলে সবাই জানে
নাম তার পানিফল।


প্রতি কথায় মিথ্যে বলে যে সে হল খল
সবেতে ছলনা করে যে তারে বলে ছল।
বন্ধু, তুমি হও পরিমল...