সৈনিকের সমর সীমানার যুদ্ধক্ষেত্রে
খেলোয়াড় খেলে গণ্ডিবদ্ধ মাঠে
একদিন তাঁদের ছুটি জোটে।  
সংসারী প্রত্যাবর্তন-হীন, ক্লান্তিহীন  
তার সংগ্রাম মহা-মরণেই মেটে।


ঋষি জপতপে করে জগতের মঙ্গল
মেঘ ঢালে ভুঁইয়ে অকৃপণ জল.
যতই করে যাক ত্যাগ সংসারী
বেইমান বলে,’সব অসাড়-ই’।